ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক অগ্নিশিখা পত্রিকার সাংবাদিক সাহাব উদ্দিনকে হয়রানি

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ । ২৬৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করা সত্বেও থানা পুলিশ কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ভুক্তভোগী সাংবাদিক সাহাব উদ্দিনকে বিভিন্ন প্রকারের হয়রানি করার অপচেষ্টা চলছে বলে ক্ষুদ পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায় ৩১ জানুয়ারী (বুধবার) বিকেলে ব্যক্তিগত কারণে দৈনিক অগ্নিশিখার সিনিয়র সাংবাদিক আদালতে যায়। কাজ শেষে আদালত থেকে বের হয়ে মসজিদের সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা বিবাদী আবু হাসান সহ আরও অজ্ঞাত ৭/৮ জন মিলে আমার পথরোধ করে জোরপূর্বক অটোরিকশায় তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে বেধম পিটিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক তিনশ টাকার খালি স্ট্যাম্পে স্বাক্ষর রাখে। পরে এ বিষয়ে ফতুল্লা থানায় বিবাদী আবু হাসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেও পুলিশ বিবাদীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকে হয়রানি করার চেষ্টা করছে। গত রবিবার ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টায় এস আই শহীদুল্লাহ দুইজন কনস্টেবল ফতুল্লা থানা ও আমার মামলার আসামী (অপহরণকারী) সহ ৫/৬ জন আমার বাসায় এসে আমার ছেলেমেয়ে ও স্ত্রীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে যায়। এই বিষয়ে অগ্নিশিখার কর্তৃপক্ষ এস আই শহীদুল্লাহ ফতুল্লা থানার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাহাব উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশে তার বাসায় যাই। এতো রাতে তার বাসায় কেন গেলেন প্রশ্ন করলে বলেন তার বিরুদ্ধে অভিযোগ আছে তাই তদন্ত করতে বাসায় গিয়েছি। কি অভিযোগ জিজ্ঞেস করলে তিনি বলতে রাজি হননি। এই বিষয়ে ওসি ফতুল্লার সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমার জানা নেই, এস আই শহীদুল সাংবাদিক সাহাব উদ্দিনের বাসায় গিয়েছে আমি জানি না। বর্তমানে সাংবাদিক সাহাব উদ্দিন ও তার পরিবার ভয়ে ও আতংকে দিন কাটাচ্ছে বলে জানা যায়।

Tanim Cargo
Tanim Cargo