ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  • অন্যান্য

নীলফামারীর টেক্সটাইল মাঠে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন 

আজকের বিনোদন
এপ্রিল ২১, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ । ৫৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা  প্রতিনিধি: আকাশপথ, রেলপথ ও সড়ক পথের বিশেষ সুবিধাসহ বিজিবি ক্যাম্পের নিরাপত্তা থাকায় নীলফামারীর টেক্সটাইল মিল সংলগ্ন মাঠে চীনের উপহার এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি প্রতিষ্ঠার দাবীতে সরকারের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে নীলফামারীর টেক্সটাইল মিল মাঠ সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপনের জন্য একাত্মতা ঘোষণা করে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসীর ও ছাত্রদের সাথে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিকসহ সব শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন, নীলফামারী জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার নায়েবে আমীর অধ্যাপক ড. খায়রুল আনাম সহ স্থানীয়রা।
বক্তারা বলেন, নীলফামারীর এই স্থানটি প্রায় সকল জেলার মধ্যস্থান হিসেবে ধরা যেতে পারে কেননা এখান থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ঠাকুরগাঁওসহ সকল জেলায় যাতায়াত ব্যবস্থা অনেক ভালো। আমাদের এখান থেকে বিমানবন্দরসহ সড়ক ও রেল যোগাযোগও ব্যাপক সুবিধা রয়েছে। এর পাশাপাশি এই মাঠের সাথে একটি বিজিবি ক্যাম্প রয়েছে। একারণে নিরাপত্তা নিয়ে কোন সমস্যা থাকবে না।
বক্তারা আরও বলেন, অত্র রংপুর বিভাগে আমাদের মত এত বড় খাস জায়গা কোথাও নাই। আর আমাদের এই টেক্সটাইল মিল মাঠ হতে বিমাবন্দরের দূরত্ব মাত্র ১৩-১৪ কিলোমিটার। মাঠের ৫০০ মিটার দূরত্বে একটি রেলওয়ে স্টেশন আছে। এর পাশাপাশি সড়ক পথে রয়েছে অনেক সুবিধা। তাহলে কেন এই টেক্সটাইল মাঠে চীনের তৈরি হাসপাতাল স্থাপন করা হবে না? আমরা চাই এই মাঠেই হোক চীনের দেওয়া হাসপাতালটি।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন, নীলফামারী টেক্সটাইল মিল মাঠে হাসপাতালটি স্থাপন করা হলে পার্শ্ববর্তী সকল জেলার পাশাপাশি বিমানবন্দর ও চিলাহাটি রেলপথ স্থলবন্দর কাছে হওয়ায় বিভিন্ন দেশের রোগীরা এসে সুবিধা ভোগ করতে পারবে এই হাসপাতাল থেকে। তাই চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি নীলফামারীর এই মাঠে প্রতিষ্ঠা করার দাবি জানান সর্বস্তরের ছাত্র-জনতা। (ছবি আছে)

Tanim Cargo
Tanim Cargo