ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
  • অন্যান্য

ক্যান্সার রোগে আক্রান্ত মঞ্জুরানী বেগম বাঁচতে চায়

আজকের বিনোদন
মার্চ ২৩, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ । ১৫৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম রেজা, গাইবান্ধা প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,একটু সহানুভুতি কি পেতে পারে না, ভুপেন হাজারীকার এই বিখ্যাত গানের মর্মাথই পারে একটি তরতাজা জীবন বাঁচাতে।
ক্যান্সার রোগে আক্রান্ত দরিদ্র মঞ্জুরানী সবার সাহায্য নিয়ে বাঁচাতে চায়।
গাইবান্ধা পৌরশহরের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া মিয়াবাড়ী মসজিদ সংলগ্ন,
এলাকার হতদরিদ্র দিনমজুর লিটন মিয়ার স্ত্রী মঞ্জুরানী বেগম (৪৫) প্রায় ১ বছর আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়ে।
১ছেলে ১মেয়ে রয়েছে তার।
চিকিৎসার পিছনে তার স্বামীর জমি বিক্রি করে চিকিৎসা করে এখন একেবারেই নিঃস্ব।
ধার দেনা করে চলছে মঞ্জুরানী চিকিৎসা। প্রতিদিন তার ঔষধ খেতে লাগে ১১৫০ টাকা। রিক্সা চালিয়ে সংসার চালানোই অসম্ভ,সেখানে ঔষধ কেনার টাকা পাবে কোথায় ? তার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন।লিটন তার স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান দয়ালু মানুষের কাছে আর্থিক সাহায্য কামনা করছেন।
সাহায্য পাঠাতে ব্যক্তিগত বিকাশ নং- 01717417922
একটু সহানুভুতি আর আর্থিক সাহায্যই মঞ্জুরানী বেগম ফিরে পেতে পারে তার স্বাভাবিক জীবন।