ঢাকামঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  • অন্যান্য

নওগাঁর সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি যুবক হত্যার অভিযোগ

আজকের বিনোদন
মার্চ ২৬, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ । ৮২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’ এর গুলিতে এক  বাংলাদেশি যুবক কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার পূর্ব ভোর রাতের কোনো এক সময়ে পোরশা উপজেলার ভারত অংশের কেদারি পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত যুবক হলেন, নওগাঁর পোরশা উপজেলার নিতপুর চক-বিষ্ণুপুর কলোনি মোড় এলাকার সিদ্দিকের ছেলে আল আমীন। নিহতের পরিবার এর বরাত দিয়ে স্থানিয় নিতপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এনামুল হক জানান, সোমবার বিকেলের দিকে আল আমিন বাড়ি থেকে বের হয়। এরপর ভোর রাতের দিকে স্থানীয় কিছু লোকজন জানান, ভারতের অভ্যন্তরে আল আমীন কে গুলি করা হয়েছে। তবে কি কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আল আমীন এর মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।
ঘটনার বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ভোরের দিকে ভারতে অভ্যন্তরে একটি ফায়ারিং এর শব্দ পায় বিজিবি। ঘটনাটি সীমান্ত এলাকার ২৩১/২৩২ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ভারতের কেদারিপাড়ার দিকে ঘটেছে। তবে মারা গেছে এমন তথ্য লোকমুখে শুনলেও এখন পর্যন্ত মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ইতি মধ্যেই বিষয়টি জানতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি ও ফোনে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো বলেন, গত কালকেও দু’ দেশের সম্প্রীতি রক্ষায় মিষ্টি বিতরণ করা হয়েছে। পরদিনই এমন ঘটনা দুঃখ জনক।