কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ২৬ শে মার্চ স্বাধীননতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা দেওয়া হয়।উপজেলা প্রশাসন কালীগঞ্জ শহিদ ময়জ উদ্দিন অডিটরিয়ামে ২৬ মার্চ মঙ্গলবার বেলা ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃআজিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব মোয়াজ্জেম হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুর রহমান খান,পৌর মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এডভোকেট জনাব মোঃ মাকসুদুল আলম খান,বীর মুক্তি যোদ্ধা জনাব মোঃ হুমায়ুন মাষ্টার। এ সময় বীর মুক্তি ও তাদের পরিবারের সদস্যগন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন, ইলেকট্রনও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী বৃন্ত উপস্থিত ছিলেন।
