ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  • অন্যান্য

বিরামপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক

আজকের বিনোদন
মে ১২, ২০২৪ ২:২০ পূর্বাহ্ণ । ৪০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুর সীমান্তের নিকটবর্তী এলাকা হতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের সময় ১টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে জয়পুরহাট ব্যাটালিয়নের ২০ বিজিবির সদস্যরা। গতকাল শুক্রবার (১০ মে) গভীর রাতে উপজেলার দক্ষিণ দাউদপুর কবিরাজপাড়া নামক স্থানে কসটেপে মোড়ানো অবস্থার স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত যুবক হারুন হোসেন উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসীন্দা। শনিবার (১১ মে) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি যে, বিরামপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার করা হচ্ছে। পরে সেখানে গোপনে বিজিবি মোতায়েন করা হয়। এক পর্যায়ে যুবককে তল্লাশী করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৯ ভরি ১৫ আনা। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১১ লক্ষ ৫৪ হাজার ১৪০ টাকা। আটককৃত যুবকে বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি এবং বিরামপুর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।