ঢাকাসোমবার , ৩ জুন ২০২৪
  • অন্যান্য

নওগাঁয় ‘নো হেলমেট নো ফুয়েল’ সফল করতে সড়কে নেমেছেন জেলা পুলিশ

আজকের বিনোদন
জুন ৩, ২০২৪ ২:০৬ পূর্বাহ্ণ । ১৪৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বিভিন্ন সড়কে চলাচলরত মোটরসাইকেল দূর্ঘটনা প্রতিরোধে ও চালকদের সচেতন করার লক্ষ্যে নিয়ে ”নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রম সফল করতে সড়কে নেমেছেন নওগাঁ জেলা পুলিশ। রবিবার নওগাঁ জেলা শহরের মুক্তির মোড়ে মেসার্স সাকিব ফিলিং স্টেশনে শুরু হয় এই কার্যক্রম। এতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম। সেখানে পুলিশের উদ্যোগে অস্থায়ী হেলমেট এর দোকান বসানো হয়। এসময় হেলমেট বিহীন অবস্থায় মোটরসাইকেল চালক যারা তেল নিতে আসেন তাদেরকে সড়ক দূর্ঘটনা রোধে সতর্কতা ও সচেতন করার পাশাপাশি ঐ দোকান থেকে স্বল্পমূল্যে হেলমেট দেওয়া হয়। একই সময় যারা আইন মেনে তেল নেন তাদেরকে জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এরপর জেলা শহরের বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় ট্রাফিক বিভাগ সহ পুলিশ। শহরের পাশাপাশি নওগাঁ জেলার প্রতিটি থানা এলাকার সকল পেট্রোল পাম্প গুলোতে সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। এই কার্যক্রম চলমান থাকবে ও পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান পুলিশ সুপার। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।