ঢাকাশুক্রবার , ৭ জুন ২০২৪
  • অন্যান্য

মোল্লাহাটে টিসিবির পণ্য মজুদের দায়ে ডিলারের নামে মামলা,আটক১

আজকের বিনোদন
জুন ৭, ২০২৪ ৪:১৭ পূর্বাহ্ণ । ১৬৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এইচ,এম মাসুম বিল্লাহ মোল্লাহাট, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাহাটে অনিয়ম ও অবৈধভাবে মজুদের অভিযোগে এক টিসিবির ডিলার ও তার সহহোগীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে,সংশ্লিষ্ট ইউনিয়নের টিসিবি পণ্যের ট্যাগ অফিসার,পল্লী সঞ্চয় ব্যাংক মোল্লাহাট শাখার ব্যবস্থাপক বিপ্লব শেখ (৩৫)বাদী হয়ে মামলার দাঁয়ের করেছেন।
এ ঘটনায় ৫শ ৪০ লিটার সয়াবিন তেল জব্দ ও ডিলারের এক সহযোগীকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুন) মোল্লাহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম।
মামলার আসামিরা হলেন, উপজেলার চুনখোলা গ্রামের আব্দুল হানিফ ওরফে কায়েদ শিকদারের ছেলে টিসিবির ডিলার সাবরাজ শিকদার (২৭),অন্যজন একই একই ইউনিয়নের শাসন গ্রামের মৃত বাদশা শরিফ এর ছেলে আশিকুর রহমান শরীফ(২৭)
অভিযান সম্পর্কে জানতে চাইলে –
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম প্রতিবেদককে জানান গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চুনখোলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শাসন গ্রামের মাহাতাব শরীফের বাড়ি থেকে জব্দকৃত টিসিবি ৫শ ৪০লিটার সয়াবিন তেল সহ ডিলারের এই সহযোগী আশিকুর রহমান শরিফকে আটক করে পুলিশ।