শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় বাড়ির সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ছুরিকাঘাতে এমৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত নাজিম উদ্দীন ফকির নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন এর বিলভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। তিনি ঐ এলাকার মাতব্বর ছিলেন। জানা যায়, নিহত নাজিম উদ্দীন সোমবার রাতে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌছালে অজ্ঞাত দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ময়না তদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়ীতদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।
