ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মহিলা ই-কমার্স প্রশিক্ষণের উদ্বোধন।

আজকের বিনোদন
জুন ১২, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ । ১০৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে হার পাওয়ার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন ২য় পর্যায়ের মহিলা ই-কমার্স প্রফেশনাল ক্যাটাগরিতে প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) সকালে উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান।
জানা গেছে, ওই অধিদপ্তরের মাধ্যমে ২৫ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণের ওপর ৬ মাসের একটি কোর্স সম্পন্ন করবেন। পরে তাদের প্রত্যেককে একটি করে ল্যাপটপ সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসিস্ট্যান্ট প্রোগ্রামার মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর- ই- জান্নাত, ট্রেনিং কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম শেখ, প্রশিক্ষক মোহাম্মদ আবু আব্বাস বাপ্পি প্রমুখ।

Tanim Cargo
Tanim Cargo