শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলা বাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদু- উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মদন উপজেলার নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ। তিনি শুভেচ্ছা বার্তায় বলেন,মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা নিয়ে আসক আনন্দ বার্তা। ভোগে সুখ নেই,ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল আযহার এই দিনে প্রতিটি কোরবানি হোক মহান আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ বলেন,শুধু পশু কোরবানি নয়,কোরবানি হোক সকল অসমতা, হিংসা বিদ্বেষের জেগে উঠুক মানবতা,পারস্পরিক সম্প্রীতি। ধনী-গরীব নির্বিশেষে সকল মুসলমান যেন ঈদের আনন্দ সমান ভাবে ভাগা ভাগি করে এ প্রত্যাশা করি। তিনি আরও বলেন,পবিত্র ঈদ- উল আযহা সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। এই কামনায় আমি পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশে বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষী,শুভানুধ্যায়ী,আমারসহযোদ্ধা,সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা,শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক।
