ঢাকামঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

admin
জানুয়ারি ২৩, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ । ২৯৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে দূরপাল্লার বাসের ধাক্কায় অধীর কর্মকার (৫৫) নামে একজন নিহত হয়েছে। আজ (২৩ই জানুয়ারি) মঙ্গলবার সকাল আটটার দিকে মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের বারাদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অধীর কর্মকার মেহেরপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের জয়দেব কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অধীর কর্মকার রাস্তা পার হওয়ার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী সাউদিয়া পরিবহনের মারাত্মক আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।