ঢাকাবুধবার , ৩১ জানুয়ারি ২০২৪

কালিগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

আজকের বিনোদন
জানুয়ারি ৩১, ২০২৪ ৪:১৮ পূর্বাহ্ণ । ৮৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কালিগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর কালিগঞ্জের জামালপুর এলাকার চান্দেরবাগ বালিয়া ভিটা মাদ্রাসার পাশ থেকে মো.   শরিফ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাতাব উদ্দিন।
নিহত শরীফ উপজেলার জামালপুর ইউনিয়নের চান্দেরবাগ এলাকার মোঃ হাফিজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ওসি জানান, নিহত শরীফ গত তিন দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও তার হদিস পাওয়া যায়নি। বালিয়া ভিটা মাদ্রাসার পাশে লাশ পড়ে থাকলে সাধারণ মানুষ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, অধিকতার তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

Tanim Cargo
Tanim Cargo