ঢাকাসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ । ১৪৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান গনি, লালমনিরহাটঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় ভুট্টাক্ষেত থেকে এক সদ্য ভূমিষ্ঠ অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারী) সকালে উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজের পাশে ভুট্টাক্ষেতে প্লাস্টিকের ব্যাগে কাপড়ে জড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।
এতক্ষদর্শীরা জানান,উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজ এলাকায় রাস্তার পাশের ওই এলাকার আমেদ আলীর ভুট্টা ক্ষেতে প্লাস্টিকের ব্যাগ দেখতে পান ওই এলাকার এক নারী। পরে ব্যাগ খুলে দেখে এক  নবজাতকের মরদেহ। এরপর বিষয়টি জানাজানি হলেও ওই এলাকায় শত শত মানুষ।
পরে স্থানীয়রা হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই এলাকার আঃ কাদেরর স্ত্রী কল্পনা বেগম বলেন,ভুট্টা ক্ষেত দেখতে এসে ক্ষেতের পাশে নতুন একটি ব্যাগ দেখতে পেয়ে তা খুলে দেখি এক শিশুর মরদেহ। পরে বিষয়টি সবাইকে জানাই।
বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই নবজাতকের (ছেলে) মরদেহ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রকাশের পর বিস্তারিত জানা যাবে।