ওসমান গনি,লালমনিরহাটঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান মনিরা সুলতানা।
জানা গেছে, মনিরা সুলতানা কালীগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এলাকার নারীদের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মনিরা সুলতানা ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন। তিনি জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে ছাত্ররাজনীতি থেকে জড়িত। সব সময় দলের জন্য কাজ করার চিন্তা করি।
বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়ন করতে চাই।