ঢাকাশনিবার , ১০ মে ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় প্রেমিকার উপর অভিমান করে প্রেমিকের আত্নহত্যা

আজকের বিনোদন
মে ১০, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ । ৮০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর প্রেমিকাকে বিয়ে করতে না পেরে প্রেমিকার উপর অভিমান করে সাগর হোসেন (২০) নামে এক প্রেমিক যুবক আত্মহত্যা করেছে। থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার পূর্বক ১০ মে শনিবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এরপূর্বে শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে প্রেমিক যুবকের মৃত্যু হয়। নিহত সাগর হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের একমাত্র ছেলে বলে জানাগেছে।
নিহতের বাবা রহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারনে সাগর তার নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি বুঝতে পেরে তাকে রাতেই উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি দেখে শুক্রবার জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রেমিক যুবকের মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সুত্রমতে ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় পাশ করার পর সাগর তার পছন্দের মেয়ে প্রেমিকাকে বিয়ে করতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে আত্নহত্যা করেন। তার বড় চাচা আব্দুর রহিম সহ প্রতিবেশীরাও ধারণা পোষন করে বলেন, এটি কোনো সাধারণ অভিমান নয়, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারাই তার আত্মহত্যার প্রধান কারন।
তবে নিহতের বাবা রহিদুল ইসলাম বলেন, আমার ছেলের সাথে আমাদের কখনো কোনো মতবিরোধ হয়নি। সে কারো সাথে বা কোন মেয়ের সাথে সম্পর্কে ছিলো এমনটাও আমার জানা নেই। এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক জানান, খবর পেয়ে যুবকের মৃতদেহটি উদ্ধার করে শনিবার ১০মে সকালে  ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo