ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মদনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ । ১৩৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নেত্রকোনার মদন থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল বেলায় মদন পৌর সদর ফায়ার সার্ভিস সংলগ্নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার ও সঞ্চালনায় ছিলেন মদন থানার এসআই আজিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস খালিয়াজুরী সার্কেল মোঃ রবিউল ইসলাম মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ উপজেলা আওয়ামী লীগের -সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাহাঙ্গীর আলম খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন,পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়,পুলিশকে সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে,পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক ইভটিজিং ও সমাজ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোন আপোষ নেই পুলিশের দুই কর্মকর্তা বলেন মাদক বিক্রেতা ও সেবনকারী সহ যে কোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।